বাসা
সুজিত মুখোপাধ্যায়
মেঘের বাসায় ,মন খারাপ রোদ উঠলে,
পুরনো কথার ফ্ল্যাশ বাল্ব।
ঠিক পাখির চোখে খুঁজে পাওয়া ,
ফেলে আসা বাসাটির মতো.....
কত খড়কুটো মুখে , বুক তাপে
ভরে ছিল বাসা খানি তার --
সে দিনের স্বপ্নের মেলে দেওয়া ডানা ,
আকাশের মেঘ রোদ ভিজে ,
রবারের বুক দিয়ে ,
ঠোঁটে ঠোঁট রেখে খুঁটে নিই এ মাটির দানা
বৃষ্টি ফোঁটার সাথে পাখিডানা প্রেম--
ভিজবে জেনে ও আকাশ ছোঁয়া ডানার উড়ান।
ভিজতে ভিজতে ফিরে দেখা ,
অগোছালো ফেলে আসা বাসা টির বুক।
গাছ গা বেয়ে বৃষ্টি সোহাগ,
শুকনো মরসুমি শ্যাওলা ও ভেজে ---
চিরহরিত হতে চাওয়া একবার ,
হয়তো বা শেষবার----
গাছের শিরদাঁড়া শেষে ,
মৃৎজীবী ফ্যাকাশে ব্যাঙের ছাতাটির নীচে --
ঘাস ফড়িং এর ডানা মুথা ঘাসের বুকে ।
মাটি আর মেঘ চিঠি লেখে ,
বিজলি কালির কলম ,বাজপোড়া বুকের দোয়াত ।
ডাকবাক্সে গুম গুম মেঘ ডাকে ,
গুলে যাওয়া পলি আল্পনায় --
অভিসারী বর্ষা বাসর সাজায় ।
কালো শিরীষ এর ডালে ,
ঝিঁঝি ডাকা নহবতে একটানা মেঘমল্লার ---
অশরীরী প্রেমও শরীর খুঁজে পায়।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment