আষাঢ়ে
মাথুর দাস
আষাঢ়ে আশ্ আড়ে আছে মনে বৈকি,
এ জীবনে ভিজি মনে গৃহকোণে রই কি !
ঝমঝম বৃষ্টিতে
রম রম দৃষ্টিতে
চল ভিজি আনমনে, বাঁধ্ মনে সই কি !
বাজ পড়ে আজ যেন রাজ করে দত্যি,
কাজ ফেলে সাজ করি বর্ষার, সত্যি !
রামধনু ওই ভাসে
ফুল ফোটে উদ্ভাসে
আষাঢ়ে আসার আনে প্রেম এক রত্তি।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment