স্মৃতির আষাঢ় প্লেট
প্রনব রুদ্র
কত পুরনো স্মৃতি
আসলে স্মৃতি শব্দটায় বিশ্রাম নেয় অতীত
জমা ফোঁটা ফোঁটা
অরণ্যের বিস্তার থাকে মানুষের চাকার ভিতর
পাহাড় ডিঙানো মৌসুমী বায়ু
ফুরিয়ে দেয় আয়ু
বর্ষার আশার জলে পরিচিত মানুষের
মুখপচা গন্ধের বাড় বাড়ন্ত
আষাঢ়ে কত জল ছেঁচতে হয় বুকে
সময় কাকে কখন কতদূরে রাখে
টুকরো বৃষ্টির কোলাজ পাঁকে
অতৃপ্ত অতীত আর বর্তমান
ভালো থাকতে দেয় না
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment