Thursday, July 2, 2020

আগমনে আষাঢ়
নন্দিতা কার্জী

গ্ৰীষ্মের দাবদাহ উত্তাপে
জীবন প্রায় ওষ্ঠাগত,
কাঁপিছে উষ্ণতায় ধরা থরথর,
প্রান করে গেল গেল ।

কালবৈশাখীর ঝড় ঝড়িয়ে
জৈষ্ঠ্যের আগমনে উষ্ণতা উর্ধ্বমুখী !
চেয়ে রয় মেঘের পানে সকলে
বারিষ ধারার আগমনী ।

রসে বসে জৈষ্ঠ্যের গরমের স্বাদ্,
আম, জাম, লিচু, কাঁঠাল কতো
প্রান তবুও করে হায় হায়
"হে মেঘরাজ ঝরাও বৃষ্টি ঝরঝর" ।

বিদায় গান গেয়ে জৈষ্ঠ্যের সমাপ্তি
হয়ে বর্ষার আগমন উত্তরে —
জানান দেয় বজ্র-বিদ্যুৎ আষাঢ়ের আগমন
রিমঝিম বৃষ্টি ধারা স্নিত করে বসুন্ধরাকে ।

শান্ত হয় ক্ষনিকেই উত্তপ্ত ধরা,
রিমঝিম ধ্বনিতে মুখরিত আষাঢ়
গেয়ে ওঠে বরষার গান ।
চাষা কয় "মাঠে যেতে হবে''
হও সব আগুয়ান , হও সব আগুয়ান ।

আর মন মোর গেয়ে ওঠে রবির মতন
"নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহি রে ।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ।"

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment