Thursday, July 2, 2020

বৃষ্টিভেজা মন
 প্রিয়াঙ্কা ভুঁইয়া

মেঘের ডাকে আসছে চিঠি, দিনভর মুখরিত বর্ষণ,
আনকোরা ভাবনা জুড়েই বেহিসেবি জীবন যাপন;
উচাটন মন আনমনা হয় ঝাপসা কাঁচের আলিঙ্গনে,
এই মনের কোণে মেঘ জমেছে, বৃষ্টি কী তা জানে?

বৃষ্টিমাখা আদর ক্ষণে ক্ষণে ছুঁয়ে যায় সিক্ত বাতাসে,
উজান স্রোতের টানে ভেসে চলে মন জলজ উল্লাসে;
মন কেমনের বৃষ্টিরা আজ ঝরতে থাকুক চুপকথায়,
বৃষ্টিভেজা মন স্বপ্ন সাজাক অন্য কোনও রূপকথায়।।

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment