Thursday, July 2, 2020



ঢেউ এর কোলাজ
তৃপ্তি মিত্র


আবার কবে এলোমেলো হবে
প্রেমে ও অপ্রেমে
কৃষ্ণকালার বাঁশিতে মজবে
জোৎস্নামাখা বিশ্রামে

নিয়ম করে আঁকবে কবে
খোঁয়াই এর রংধনু
সংশয়ী মন তুড়ি মেরে কবে
মাখবে ফুলের রেনু

মেঘলা ভোরের অরণ্য চুমে
শঙ্খ চিলেরা যাবে
লুটোপুটি প্রেমে সোনাঝরা রোদ
ধানের শিশির ছোঁবে

পড়ন্ত সূর্য ডুবে যেতে যেতে
ঠোঁট ছোঁবে নদীবাঁকে
নির্বাক নদী আঁকাবাঁকা পথে
ঢেউ এর কোলাজ আঁকে ৷৷ 

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment