অবশেষ
বিজয় বর্মন
জলভরা মেঘের,ওপারে নীল আকাশ,
তপ্ত দুপুরে নিঝুম ধরা,গোমরা বাতাস।
সবুজ দ্বীপে পাকা আমের,মিষ্টি সুবাস,
সরস মনে বিস্তার, আমোদের আভাস।
চাষে মত্ত চাষার বেটা,নব প্রাণের রচনা,
অবিরত হাল কোদাল, করিছে যোজনা।
ঋতু চক্রে আষাঢ় আকাশ,ঢাকিয়া কালো,
চাষার মুখে তৃপ্তির হাসি, চান্দের আলো।
গগনে গরজে মেঘ,জলের ধারা নামে,
মুক্তির স্বাদে জল তর্পন,চাতকের ধামে।
ভিজা মাটির গন্ধে,বাতাস ফিরে ছন্দে,
উলঙ্গ বৃক্ষরাজি,নাইছে ভালো মন্দে ।
সাদা বকের আল্পনা,আষাঢ় মেঘে ভাসে,
ঘুমের প্রহর কাটিয়ে ওঠে,ব্যাঙে'রা মধুমাসে।
গান গেয়ে যায় কোলা ব্যাঙ,সঙ্গী সাজ ঘরে,
ঘন বাদল সবুর ভাঙে,ঘরা উপচে পরে।
প্রকৃতির এই সৃষ্টি অপার,অবোধ মানুষ জন,
ছল চাতুরী ধ্বংস লীলায়,মজিয়া সারাক্ষণ।
হাঁপিয়ে যাওয়া বুকের কাঁপন,যা করেছ বেশ,
মুক্তির পথ একমাত্র, অনুতাপ অবশেষ।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment