"দূরত্ব "
মানস রায়
স্টেশন চত্বর টায় থিক থিক করছে লোকজন , ঘড়ির কাটা তখন প্রায় সকাল সাড়ে নটা ছুঁই ছুঁই | দশটার হাওড়া লোকাল ধরবার জন্য অপেক্ষায়মান অর্পণ | হঠাৎ খেয়াল পড়তেই সে লক্ষ্য করল মৃদুস্মিতার চোখের কোনে চিক চিক করছে জল | অন্যান্য দিনের তুলনায় পরিপাটি মৃদুস্মিতা আজ বেশ খানিকটা অগোছালো | দু বছর সময়টা আসলে খুব একটা কম নয় , ক্লাস রুমের নোটস আদান প্রদান থেকে শুরু করে ডুলুং ক্যান্টিনে চোখে চোখ রেখে কথা বলা, ছুটির বিকেলে কাঁসাই পাড়ের কত শত আড্ডারই না সাক্ষী তারা | সত্যিই, এত কিছু ভাবনা একবারে মাথায় আনার জন্য এই আধ ঘন্টা সময়টা একদমই স্বল্প তাঁদের কাছে | অর্পণ তবে বাস্তবের মুখোমুখি হবার জন্য কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল বেশ , আজ তাই সে অনেকখানি স্বাভাবিক | কাল আবার সূর্য উঠবে, স্টেশন চত্বরও ভরে উঠবে লোকজনে কিন্তু তাঁদের এত দিনের প্রিয় মুহূর্ত গুলো যেন সুখস্মৃতি হয়েই থেকে যাবে | অর্পনের নিজের ও অজানা আবার ও কবে সে উত্তর বঙ্গ থেকে এই মেদিনীপুর এ পা রাখবে | কাল দুপুর নাগাদ পুরুলিয়া মুখী ট্রেনে মৃদুস্মিতাও রওনা হবে বাড়ির উদ্যেশ্যে |
ট্রেন এর শেষ সাইরেন বেজে উঠলো, ইউনিভার্সিটিতে প্রথম চোখে চোখ রাখার পর, আজ শেষবার দুজন দুজনার দিকে তাকাতেই, রেলগাড়িটা স্টেশন ছেড়ে বেরিয়ে কাঁসাই ব্রিজ ক্রস করল | মুহূর্তেই দূরত্ব যেন বিভাজিত করে দিল আস্ত দু দুটো স্বপ্ন পূর্ণ পৃথিবীকে।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment