বৃষ্টি...করে একাকী
তানিয়া ইসলাম
আঁধার হয়ে এলো চারিপাশ,
গর্জে ওঠা মেঘ;সামলে রাখে আবেগ।
নিস্তব্দের মাঝে স্পষ্ট শোনা যায় বুকের দুরুদুরু।
কেন?কি জন্যে?নেই কিছুই জানা,
কেবল একটুই সত্য বৃষ্টি;করে একাকী।
কোনো এক শ্রাবণে;সঙ্গে ছিলাম দুজনে।
তারপর বহু মেঘ এলো গেল তবু সে আর এলো না।
মোমবাতির ঝড়ে পড়া মোম,
দোদুল্যমান শিখা,রাতে ফুলের বিষ বাস্পে ধাম
মন কেমন করে ওঠা ঝমঝম,
আরও চঞ্চল,আরও একা,আরও চাপা কান্না।
বৃষ্টি;করেছে একাকী;
মাঝির বুকে উঠেছে ঢেউ,
ঘন জঙ্গলে সোঁদা গন্ধ আর মহীরুহের স্নান,
ব্যাঙের ডাকে টনটনে ব্যথারা ওঠে জেগে।
এমন করে আষাঢ়-শ্রাবণ,
মত্ততা জাগিয়ে,সিক্ত করে প্রাক্তন।।
ছবি- তানিয়া ইসলাম
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment