আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়েকেয়া ভৌমিকআবার এসেছে আষাঢ় আকাশ ছেয়েদীর্ঘ প্রতীক্ষার মেঘের তরণী বেয়ে।স্বচ্ছ্ আষাঢ় তুমি মেঘের বরণগ্রীষ্মের দাবদাহে তোমাকে স্মরণ।বর্ষার জলে পেলো, প্রকৃতি প্রাণআষাঢ় এসেছে নিয়ে মাটির অঘ্রান।বজ্রের হুংকার আকাশ ওঠে গেয়েআবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।যৌবন দেবতা তুমি ঋতু বর্ষামাঠে মাঠে ফুল ,ফল, সব্জীতে ঠাসা ।চাষী ভাই, বোনদের মুখে ফোটে হাসিআষাঢ় তুলেছে মুখ আনন্দের রাশি।মেঘ আবৃত নভ তারাদের ছুটিউঁকি দেওয়ার ফাঁক খোঁজে সময় গুটি গুটি।রবি জানে মেঘের ক্লান্তিতে দেবো আমি উঁকিআষাঢ়ও রেখেছে নজর নেবে না তো ঝুঁকি।কঠোর হুংকার মেঘের যাবে না রয়েআবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment