বিশ্বাস?
মহসিনা বেগম
বিশ্বাস কি খুব ঠুনকো বস্তু? কাচের মতো!
হাত ফসকে পরে গেল আর
ঝন্ ঝন্ শব্দে এক নিমেষেই মৃত।
আচ্ছা বিশ্বাস বস্তুটা কী?
চোখে দেখা যায় না কেন?
দীর্ঘদিন এক সুতোয় বাঁধা ঘুড়িটি
যখন এক লহমায় সুতোর সমস্ত বন্ধন ছিন্ন করে উড়ে যায়,
তখন বোধহয় বিশ্বাস নামক মোড়ক দেওয়া
ঠুনকো বস্তুটা খানিকটা অন্তর ইন্দ্রিয়কে নাড়া দেয়।
নারী - পুরুষের বৈষম্যের তত্ত্বটি
যখন মাথা চাড়া দেয়,
' আমার শুভাকাঙ্খী প্রতিবেশি' ---এই বিশ্বাসটি,
এক নিমেষেই খসে পরে।
অমুকের সঙ্গে তোমুকের ডিভোর্স
আজ কাল প্রায় শোনা যায়।
আচ্ছা দাম্পত্য জীবনেও কি
বিশ্বাস বস্তুটি একিরকম ঠুনকো? নাকি...
যখন শুনি চোদ্দ বছরের নিষ্পাপ মেয়েটিকে
গনধর্ষণ করে হত্যা করা হয়েছে,
যখন দেখি আজও ডোমেস্টিক ভায়োলেন্সের মতো
মর্মান্তিক কোনো ঘটনা,
বাবার সুপাত্রের লালসায় কোনো মেয়ের
পবিত্র ভালোবাসা দমবন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে,
তখন বিশ্বাস শব্দটি কোথায় যেন অর্থহীন হয়ে পরে।
অন্ধকার ঘরে বিশ্বাস হাতড়ে ঘুরি,
কোই বিশ্বাস তো ধরা দেয় না!
শিশু জন্মের পরে মাকে মা বলে বিশ্বাস করে,
জলকে জল, ফলকে ফল বলে বিশ্বাস করে।
একেই কি তবে বিশ্বাস বলে?
তবে বলতে হয় 'বিশ্বাস ' -কে
মানুষ অবচেতন মনে বিশ্বাস করে।
No comments:
Post a Comment