খুকির দূর্গা পূজো
দ্বীন মোহাম্মাদ দুখু
খুকি বসে কাঁদছে দেখো
একলা ঘরের কোণে,
পূজোয় জামা পাই নাই খুকি
দুঃখ হাজার মনে।
দূর্গা মায়ে এবার বাড়ি
রাখবে নাকো চরণ,
অর্থ কড়ি নাইকো ঘরে
বইছে দুঃখের ত্বরণ।
হাজার স্বপন মনে খুকির
পূরণ হলো না আর,
রেগেমেগে খুকি বলে
করোনা দেশটা ছাড়!
No comments:
Post a Comment