মাস্ক
অমিতাভ সরকার
" সুকুমার রায় ", ছোট- বড়
সবারই আছে জানা,
মাস্কের আমি, মাস্কের তুমি
মাস্ক দিয়ে যায় চেনা।
দুধের শিশু চিনছে মা'কে
মাস্কের রঙ দেখে,
রংচটা ঐ ফুলছাপ মাস্ক
আয়া মাসির মুখে।
হাসিগুলো হারিয়ে গেছে
ঐ মাস্কের আড়ালে,
গোঁফের জৌলুশ দেখাবে কে আর
মাস্কটাকে না সরালে ।
UFO আর ET-রা ভাবে
এবার কোথা যাই,
পৃথিবীতে ঢুকতে হলে
মাস্ক ছাড়া এন্ট্রি নাই ।
কারও মাস্ক কানে ঝোলে
কারও আবার গলায়,
মাস্ক ছাড়া ঐ ডেপো ছেলে
পুলিশ দেখে পালায় ।
পাওনাদারকে এড়িয়ে যেতে
মাস্ক মুখে সাবধানে --
বিয়ের বাসরে পুরুত সহ
মাস্ক মুখে বর-কনে ।
No comments:
Post a Comment