Saturday, October 31, 2020


 

 

 

 

 

 

 

 

 জীবনের ভালোবাসা
                        নিত্য রঞ্জন 

 
আর আসিবো না
মাতালের মতন করে এই শরৎ আকাশে
সাদা সাদা মেঘ নীল আকাশে
বুঝিনি নিজের কাছে
এই নদী আমারে চেনে না
গভীরে ভাসিয়ে নিয়ে যায়
কি নিয়ে যায় জানি না নিজের গভীরে কে করে
নিজের কাছে নিজেরে বেঁধেছি
বিচারের আদালতে কাঠগড়ায় জীবন দাঁড়িয়ে
আমি যে মুচির মতন চেয়ে আছি
আকাশের দিকে, ভেবেছি জীবন কি নিয়ে
মাপা যায় আলো আসে আমারে ডাকে
আমি যে আমারে ডাকি না
কিবা আছে দাম হাজার জেলখানা
হাত বাড়িয়ে থাকে কিছু না পায়
ভোরের জোৎস্না আমারে কাঁদায়
কেঁদে কি হবে!  ভালোবাসার ফুল গেছে একা-একা ঝরে
বুঝিবার কেউ নয় হৃদয়ের ঘরে মন করে চুরি
জানি না এ জীবনের কি খেলা কবে হবে শেষ
আঁধারে শেষ দেখা তারাদের আকাশে
ছবির মতো আঁকা, আপন ঘরে শিশু খেলা করে
সাগর পাড়ে দাঁড়িয়ে আছে কে তুমি নারী
আপনারে ছাড়ি বাড়িয়ে দিলে হাত
বলিলে মৃদু স্বরে ভালোবাসি হৃদয়ে আছে তরি
ডুবিয়ে দিয়ো না
কৃষকের ফসলের খেতের মতো
কাকতাড়ুয়া একা-একা দাঁড়িয়ে আছে
সারা জীবন দাঁড়িয়ে আছে
থাকিবে দাঁড়িয়ে জীবনের তাড়া তাড়িয়ে
মনের মন করে খেলা দূরে আছি বেঁচে আছি
ভালোলাগার গান গেয়ে
উঠানে দাঁড়িয়ে সন্ধ্যার জোৎস্না বুকের
এক তাড়াটা বাজে
আজ যে তার সুর তারাটা গেছে ছিঁড়ে।

No comments:

Post a Comment