Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রেরণা 
সাত্যকি 

সাদা পাতার সামনে যখন বসি 
আমার দিকে চেয়ে থাকে ঘরময় জিজ্ঞাসারা
চেয়ে থাকি খড়খড়ির মুক্ত কম্পনে
এইভাবে কিছুক্ষণ চলার পর 
উভয়ের চোখ কটকট করে দৃষ্টি ফেরাই 
ঘর জুড়ে বরফের শীতলতা নেমে আসতে দেখি
ঘোরের মধ্যে দিয়ে হেঁটে যাই 
আমার জন্মের দিকে 

তারপর,যখন স্লেটের শক্ত পিঠ থেকে
 উড়িয়ে দাও প্রজাপতি,হাওয়ায় ভাসে ডানা
তুলে ধরে প্রবাহমান স্রোতের দিকে
ঘর জুড়ে আলোর বিচিত্র কোলাহল
ঘর জুড়ে গমগমে শব্দ ঢেউ,এগিয়ে যেতে 
থাকি সমস্ত বাঁধন ছিন্ন করে...

No comments:

Post a Comment