প্রেরণা
সাত্যকি
সাদা পাতার সামনে যখন বসি
আমার দিকে চেয়ে থাকে ঘরময় জিজ্ঞাসারা
চেয়ে থাকি খড়খড়ির মুক্ত কম্পনে
এইভাবে কিছুক্ষণ চলার পর
উভয়ের চোখ কটকট করে দৃষ্টি ফেরাই
ঘর জুড়ে বরফের শীতলতা নেমে আসতে দেখি
ঘোরের মধ্যে দিয়ে হেঁটে যাই
আমার জন্মের দিকে
তারপর,যখন স্লেটের শক্ত পিঠ থেকে
উড়িয়ে দাও প্রজাপতি,হাওয়ায় ভাসে ডানা
তুলে ধরে প্রবাহমান স্রোতের দিকে
ঘর জুড়ে আলোর বিচিত্র কোলাহল
ঘর জুড়ে গমগমে শব্দ ঢেউ,এগিয়ে যেতে
থাকি সমস্ত বাঁধন ছিন্ন করে...
No comments:
Post a Comment