এক বৃক্ষের আশা
বাবলি দে সরকার
আজ আমি সেই পরিনত বৃক্ষ -
জন্মেছিলাম আগাছার মত কোনো একটি অরণ্যে ।
বড় হয়েছিলাম বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে গলা জড়িয়ে,
সকলেই একে অপরের পরিপূরক হয়ে ।
ডালপালা মেলে অনেক বড় হব শৈশবের ছিল স্বপ্ন ,
কিন্তু মাটি ছিল শুষ্ক , সংকীর্ণ -
পরিবেশ ও পরিবারও ছিল অবিস্তীর্ণ,
তাই পারিনি নিজেকে নিজের মত তৈরি করতে।
স্বপ্ন আর চাহিদা গুলো মনের কোনে জমা হয়ে রইল।
জীবনধারাও খুব সাধারন ও সহজ ছিল -
সংশয় ছিল মনে, বুঝি কোনও দিন পারব না পৌঁছতে বড় বড় অরণ্য গুলোর কাছাকাছি।
মন ছিল ভীরু ও দুর্বল ।।
পাশাপাশি বেড়ে ওঠা গাছপালাদের কৌতুক ছিল কম নয়-
কিন্তু থাকল না থেমে শৈশব, কৈশর ও যৌবন।
পরিণত হয়ে উঠলাম - শিক্ষা পেলাম, ডালপালা ছড়ালাম. .
আমার উপরি বৃক্ষরা আমায় কেটে পুঁতে রেখে দিল অন্য শহুরে অরণ্যে।
সেখানেও আমি নিপীড়িত হলাম বড় বড় গাছেদের কাছ থেকে।।
একই প্রজাতির গাছ হয়ে পারলাম না খাপ খাওয়াতে নিজেকে - বন্ধু ভাবল না কেউ আমাকে।
মনে মনে চ্যালেঞ্জ করলাম নিজেকে,
একদিন মাথা উঁচু করে ডালপালা ছড়িয়ে বাঁচবই এই অরণ্যে ।।
শুধু পড়ে রইল বেদনা জড়ানো স্মৃতি ।
আজ আমি সেই পরিনত বৃক্ষ ।।
যার ফুল ফুটল , ফলও ধরল ..
আমার ছোটবেলার স্বপ্ন গুলো এই ফলের মধ্য দিয়ে বাস্তবায়িত হলো।
আজ আমি মুগ্ধ , অসীম তৃপ্ত।
অহংকার মাঝে মাঝে আমায় নাড়া দেয়..
মুহূর্তেই সরিয়ে ফেলি সেগুলো মন থেকে ,
চ্যালেঞ্জ আরোও বাস্তবায়িত হোক এই আশা রেখে ।।
No comments:
Post a Comment