আগমনী
সায়ন্তন ঘোষ
ভাদ্রের দাবদাহ ভুলে আশ্বিনের আনাগোনা,
ভোরবেলায় হিমেল হাওয়ার হাতছানি;
বিন্দু বিন্দু শিশিরে গড়ে ওঠা সিক্ত বাতাস-
যেনো মনে করিয়ে দেয় দেবীর আগমনী।
নদীর তীরে বেড়ে ওঠে কাশ ফুলের বাগান,
সূর্য ক্রমশ এঁকে চলেছে আকাশের গায়ে ছবি;
শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে মন,
এ যেনো আভাস দেয় আসছেন দুর্গা দেবী।
মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আগমনী গান,
ধুঁনুচি নাচ সাথে ঢাকের তাল-
পুজোয় মণ্ডপে মণ্ডপে দেবীর দর্শনে,
চারটি দিন আনন্দে মন মাতাল।
হে বিশ্বমাতা করো আনন্দ দান;
তুমি মা করুণাময়ী, তুমিই জগৎ জননী-
সবাইকে সুখে রাখো, শান্তি করো প্রদান।
No comments:
Post a Comment