অসময়
মণিদীপা নন্দী বিশ্বাস
অদ্ভুত
সুদর্শন ডাকছিল আজ।রাতের চাঁদ জ্যোৎস্নায়/সে অলক্ষ্মী ডাক শুনতে নেই,এখনও
কি দ্বিধা!/শৈশব পিছিয়ে নেয়...একশো থেকে এক /গুনতে গুনতে কখন থেমে যায় ওর
ডাক/ছোটবেলার ঘুমের স্বপ্নে উড়ত জ্যোৎস্নার ভেসে/যাওয়া আকাশ আর সাদা
লক্ষ্মী পেঁচা।/
# # #
সে
ডাক বহুদিন পর নিয়ে এল কোজাগরী/সে রাত ধাপে ধাপে বদলে যায়/উঠোন জুড়ে
সাদাগুঁড়োর চকচকে আলপনা/ঘুম রাত ভোর...সাগর সবুজ চারকোণ/ছাদের আনাচ কানাচে
ধুলো লেগে থাকে/মাটি হব , একলা তারা ঠিক খুঁজে নেব/প্রেমিকের চোখভরা
আলো,কাচের বাটির পায়েশ/আমার রবি ঘরে জুঁইয়ের গন্ধ/
# # #
কেন এল ফিরে সে ডাক!বুক জুড়ে শ্মশান/নির্জনতা,শূন্য হাওয়ায় হরিধ্বনি আর আমার/তোর্সাপাড়...
No comments:
Post a Comment