নবনীতা
দেখায়
অ-দেখায়
ভালোবাসায় , মায়ায় , প্রপঞ্চে বাঁধন ৷
বাঁধন... নির্মোক মানুষের অন্তরেও ৷
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফিরে আসে
বাঁধন ভেঙে ৷ স্বপ্নেরাও ঘুমের বাঁধন ছিঁড়ে
বেরিয়ে আসতে চায় ৷
বুড়ি পিসি রাঁধতে বসে গায়
"আমায় ডুবাইলি রে ...."
তার চোখের জল বাঁধ ভাঙে ৷ আর কী ?
পুকুমণিদের গাইটা যতবার বাঁধন ছুটে
চলে যায় ...
সিরাজ মিঞা নিয়ে আসে ৷
কিসের বাঁধনে কে জানে !!
বাঁধ ভাঙলে বাণ ডাকে ..ভেসে যায় চরাচর ;
শুধু মনের বাঁধন ভেঙে যে যায় ,
তার যাওয়াই ... বরাবর !!
No comments:
Post a Comment