Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  কৃষ্ণচূড়া

রীনা মজুমদার
 
ফুল পাখি আর আকাশ আলোয়
   পরম প্রিয় বন্ধু ছিল গাছটি
কৃষ্ণচূড়া বলেছিল, 'সবই এক খেলার নিয়ম''
সবাই মিলে গোল্লাছুট, কত রকম খেলা!
   হারিয়ে যেতাম মেঘের ভেলায়
   ঋতু রঙে কাশ বনের মেলায়
জন্মদিনে মাতৃস্নেহের পায়েস বাটি
   তারই তলে খুশির ভাগাভাগি 
   আমারই অজান্তে চুরি গেছে
       বাল্যসখী কৃষ্ণচূড়াটি 

বেলাশেষে পৃথিবীতে ক্লান্ত বাঁচাবাচি
সব খেলার এক নিয়ম, হয় না সখী
আকাশ ভরা ফুলের কাছে, মাতৃস্নেহে
     সবাই আছে ঋণী
খসে পড়া পাতা, ভেঙে যাওয়া শাখা
  অঙ্কুরে আবার তোমারই ছায়া

 কবে ফুটবে আমার কৃষ্ণচূড়া
 আমি তার প্রতীক্ষায় আছি...

No comments:

Post a Comment