খড়ের-গাদা
রীনা মজুমদার
তোমার আমার দেখা হলো
বহু বছর পর !
মায়ের রোদে দেওয়া কুল
লুকিয়ে মুঠো ভরে চুপটি করে,
ঠিক তখনই সেখানটাতে !
বাবার মাথার ধানের আঁটি
ঘাম জড়িয়ে পড়ছে মাটির পর!
তখন আমার কাঁপছে বুক
ভয় পাওয়া এক ছোট্ট পাখির মতো !
বাবা আমায় আদর করে কয়,
"মা, চুরি করেই তো আচার খেতে হয়!
তোর চোখে দেখছি আমি
আমার-ই ছেলেবেলার স্মৃতির ঘর।"
তার সাথে দেখা হলো
বহু বছর পর !
ইচ্ছে করে আবার, লুকিয়ে থাকি
ইচ্ছে করে আবার, করি হুটোপুটি
সে আমার ছেলেবেলার প্রাণস্পর্শ
খেলার সাথী 'খড়ের-গাদা' ঘর।
No comments:
Post a Comment