রহস্য
অন্বেষিকা দাস
সন্ধ্যে নামতেই সারাদিনের ক্লান্তি চলে যায় বহু দূরে।
মনে আসে আবেগ,
চনমনা হয় প্রতিটা কোষ।
উদ্দীপনা চরমে যখন মনের বাঁধ বড়ই ঠুনকো।
যদি একবার লক স্ক্রিনের আলো জ্বলে,তবুও তুমি অন্ধকারে দাঁড়িয়ে থাকবে?
কত আলোক রোশনাইয়ে
অজানা রহস্যের মুখোমুখি তুমি।
কবিতার প্লট খুঁজতে গিয়ে এক অবাক পৃথিবী হাতছানি দিবে পাহাড়ের গায়ে বা সোনালী আলোক রোশনাইয়ের মলাটে।
পরিচিতি হবে তোমার এক অনুসন্ধানী তথ্যমিত্রের সাথে।
No comments:
Post a Comment