রীতা মোদক
শুভ নববর্ষ
তুষার শৃঙ্গে সূর্য্যেরশ্মির প্রথম স্পর্শ
ধূসর জীবনে রঙিন স্বপ্ন দেখায় ...
একটা আমন্ত্রিত বইমেলার বিকেল
নবীন প্রবীনের মিলনে
কবিতার অক্ষরগুলি ছন্দ খুঁজে পায় ।
অন্ধ বাগানে প্রজাপতির পাখা ভাঙা ব্যর্থ জীবন
হাড়ি বাঁধে খেঁজুর রসের আশায় ...
এক সময় হিমেল সকাল আসে
প্রাচীণ স্মৃতি ডুবে যায় খেঁজুর রসের হাঁড়িতে
পুরনো ব্যাথা ভুলিয়ে দিয়ে
নতুন করে বাঁচাতে শেখায় জীবন
হিমেল বাতাসে এসে কানে কানে বলে ----
"শুভ নববর্ষ ,
ইংরেজী বাংলায় মিলে মিশে
ভালো থেকো সবাই । "
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment