Saturday, January 2, 2021


 





সুনন্দ মন্ডল
তৃষ্ণা
                  ‎     
প্রতি পদ্ম পাপড়ি মেলে
সূর্যের দিকে চেয়ে হাসে।
প্রতি ভোরও তাকিয়ে থাকে
সূর্য ডানা মেলার আভাসে। 

প্রতি অভ্যাসে নিজেকে সাজায়  
ভুলগুলো মাপি আত্মবিচারে।  
বছর পেরিয়ে যায় প্রতি শীত মেখে  
নতুনের আগমন ঘটে বসন্তের আচারে। 

বিনম্র সভ্যতার বুকে আঁচড় মোচড় 
থাকুক না লালিত বিতৃষ্ণা। 
সব ভুলে গিয়ে, মেপে ফেলি চলো  
আগামীর বৃষ্টিতে মেটায় তৃষ্ণা।  

তৃষিত হৃদয়ের পদ্ম জাগুক  
নব আশায় সঞ্চারিত সব শুভ হোক। 
মহামারী পেরিয়ে অতিমারী দমিয়ে 
আকাশে আসন্ন ভোরের আলো ফুটুক। 


@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment