মজনু মিয়া
কাঁদছিল সেই শিশু
ভীষণ শীতে ঘুম ধরে না
ক্ষিধায় পেটে, র, মানে না
মশার জ্বালাতন,
বাবা গো মা গো বলে সে
কাঁদছে সারাক্ষণ!
পৌষের শীতে গাও কেঁপে যায়
বাড়ি ঘরের ঠিক কোনো নাই
কে দেয় আশ্রয় আর?
এই দুনিয়ায় জন্ম নিয়ে
ঠ্যাকা হলো তার!
কেনো বলো ঠ্যাকা হবে?
মানুষই তো আসবে ভবে
সেও এক জন মানুষ,
মানুষ ভেবে মানুষ হয়ে
আমরা হবো হুঁশ!
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment