সবুজ অনুভূতি
বিজয় বর্মন
অন্তর্জালের আবৃত করেছি,
তোমার সবুজ আঙিনা।
শাল সেগুনে জড়িয়ে আছে,
বিস্তর লতায় পাতায় সখ্যতা ,
তোমার উচ্চতা অনেক ,
তবুও নিচ থেকে আমার অনুভব,
প্রতিটি শিরা-উপশিরায় সবুজ কবিতা।
নদীপ্রবাহের অনুকূলে,
নিদ্রামগ্নতায় আমার সীথান ,
যত জল্পনা সব জল হয়ে ভেসে যায়,
আর তোমার সবুজ স্পর্শে,কবিতায় স্নাত হই ।
সবুজের গ্যালারিতে একা বসে বসে,
শুনে যাই তোমার আলাপন,
মুগ্ধ হতে হতে পড়ন্ত বেলায় ,
বেসামাল হয়ে প্রশ্নটা করেই ফেলি,
ডুয়ার্স, তুমি সুন্দর, না সুন্দরী ?
No comments:
Post a Comment