Sunday, February 14, 2021

 মুজনাই সাপ্তাহিক 










আমার ডুয়ারস

নন্দিতা পাল


আমার ডুয়ারস আমার মনের মাটি,

ঐ মাটিতে তিস্তার হাত ধরে স্কুলের পাঠ,

ব্যঙ্গের গান শুনতে শুনতে ছাতা হারিয়ে ভিজে চুপসে;

চা বাগানের ঢাল বেয়ে তর তর নেমে যাওয়া।

বন্ধুদের ডাকে খিলখিল ঝর্ণা নেমে আসে;

টাইগার হিলে সকাল দেখব বলে সারা রাত জেগে থাকা।

 

ডুয়ারস পায়ে পায়ে আমার সাথে হাঁটে,

মাদারিহাটের মাহুতের বাড়ির দাওয়ায়,

হলং এলে হাতির পিঠে চড়েই জঙ্গল।

এক ঝাঁক চড়াই শালিখ উঠোন জুড়ে থাকে-

ক্লান্ত ডুয়ারস সবুজ মাঠে আনমনা ঐ,

একমনে ভাওয়াইয়া গানে আমার মতই ভালবাসে।

 

অঝোর বৃষ্টিতে মন খারাপের দিন,

তোরসার আঁচলে নীলাম্বরী প্রথম প্রেম,

ভ্যাপসা গরমে পড়ার টেবিলে বসে আকাশকুসুম,

বৈরালির ঝিকমিকে মায়ের হাতের স্বাদ;

তাকালেই পাহাড় যেন দুহাত বাড়িয়েই ডাকে কাছে যাবার,

চোখ বন্ধ করলেই, ডুয়ারস আমার মনের মাঝেই আছে।

No comments:

Post a Comment