মুজনাই সাপ্তাহিক
বিশেষ সংখ্যা
মহাত্মা গান্ধী ...কিছু কথা
বিপ্লব তালুকদার
অক্টোবর মাস এলেই শারদীয়া উৎসবের ছোঁয়া লেগে যায় ,তারই অন্যতম মহাত্মার জন্মদিন। আজ ২রা অক্টোবর তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই নিবন্ধন। উনি কিন্তু শুধু আমাদের দেশের নেতা ছিলেন না,সারা বিশ্ব জুড়ে ছিল ওনার কর্মকাণ্ড ছড়িয়ে ছিলো। তাই তো দেশ তো বটেই বিশ্বের প্রতিটি দেশে ওনার নামে রাস্তা ,স্মৃতি স্মারক,ভবন এবং মূর্তি স্থাপিত আছে। ওনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, আজ একটু ওনার অন্য কাহিনী তুলে ধরার চেষ্টা করছি।
আমরা সবাই জানি নেতাজি গান্ধীজী কে জাতির জনক বলে সম্বোধন করতেন,কবিগুরু ওনাকে মহাত্মা উপাধি দেন,আবার ফ্রাঙ্ক মরিস ওনাকে অর্ধ নগ্ন সাধু বলতেন, উইলসন চার্চিল ওনাকে ফকির বলতেন । গান্ধীজী তাঁর জীবদ্দশায় কোনোদিন আমেরিকায় পা রাখেন নি অথচ ওখানে তাঁর অসংখ্য গুণমুগ্ধ ছিলেন। তাঁর অন্যতম অনুরাগী হেনরি ফোর্ড এক সাংবাদিকের হাত দিয়ে তাঁকে সুতা কাটার একটি চরকা উপহার দিয়েছিলেন। তাঁর প্রথম শিক্ষক একজন আইরিশ থাকার দরুন তাঁর ইংরেজি উচ্চারণে আইরিশ টান ছিলো।
বাপুজি ছোটবেলায় খুব অন্তর্মুখী স্বভাবের ছিলেন, স্কুল ছুটির পর দৌড়ে সোজা বাড়ি চলে আসতেন। বন্ধুদের সাথে একদম মিশতে পারতেন না, লজ্জায় কোনো কথাই মুখে আসতো না যাঁর তিনি কি করে বন্ধু বানাবেন! লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এসেও তিনি সেই মুখচোরা ছিলেন। ওকালতি ব্যবসায় পসার ছিলোনা, হবে কি করে ---আদালতে দাঁড়িয়ে কথা বলতে গেলে তাঁর যে হাতপা কাঁপতে থাকতো। বিপক্ষের উকিল কিছু বললে উনি আমতা আমতা করতেন কোনো উত্তর দিতে পারতেন না। এমন উকিলকে কে নেবে......অগত্যা তিনি চললেন দক্ষিণ আফ্রিকা।
খাওয়ার ব্যাপারে উনি ছিলেন একদম শাকাহারি, নুন ছাড়া খাবার খেতে ভালোবাসতেন। যদিও পরে ডাক্তারের পরামর্শে নুন খেতে শুরু করেন। "দ্য মরাল বেসিস অফ ভেজিটেরিয়ানিজম" বইয়ে ওনার খাদ্যাভ্যাসের আরো একটি ছবি উঠে আসে,উনি একটানা ছয় বছর দুধ খান নি। চিনি ছাড়া কাঁচা রান্না পছন্দ করতেন। জল ও আগুন ছাড়া যে খাবার তৈরি হতো সে রকম খাবার পছন্দ করতেন। ছোট থাকতে একবার পরীক্ষামূলক ভাবে মাংস খান,যদিও এটা তাঁর কৌতুহল মেটানোর জন্য হয়েছিল। তিনি ছিলেন একজন পরিপূর্ণ নিরামিষ ভোজন কারী।
গান্ধীজী মাত্র তেরো বছর বয়সে কস্তুরবাকে বিবাহ করেন। এরপর আটত্রিশ বছর বয়সে যখন তিনি চার সন্তানের পিতা তখন তিনি ব্রহ্মচর্য জীবন শুরু করেন। এক সময় তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্কে পরিণত হয়েছিল।
No comments:
Post a Comment