Saturday, February 26, 2022


 

বুলবুল দে

বসন্ত মানে------

                       - 
বসন্ত মানে শীতলতা পেরোবার অপূর্ব সুখানুভূতি,
বসন্ত মানে কিছু উষ্ণতার তরে অগুন্তি আকুতি।
বসন্ত মানে লাবণ্যে ভরা রক্তিম লালিমা, 
বসন্ত মানে লজ্জায় রাঙা অধবদনীর মধুর সুষমা।
বসন্ত মানে গাঁদা ডালিয়ার নিভন্ত আগুনে অন্তিম তাপ নেওয়া।
বসন্ত মানে কলকাকলীর শ্রুতিমধুরতায় নিমগ্ন হয়ে যাওয়া।
বসন্ত মানে কি ছলাকলায় বোনা মোহময় এক জাল?
বসন্ত খোঁজেকি সেই অভাগীকে পুড়েছে যার কপাল?
বসন্ত কি শুধুই মধুমাখানো সুধাময় সুখালাপ?
বসন্ত বোঝেকি চিরদুখিনীর বিষাদময় বিলাপ?
বসন্ত দেখেছে? আকন্ঠ বিষেও সুখী সুখী অভিনয়?
বসন্ত কি পারেনা সব জীবনকেই করতে মধুময়?
বসন্ত আজ জর্জরিত বারুদের কটু গন্ধে।
বসন্ত চায় ভরাতে নিজেকে কেবলই সুগন্ধে।

No comments:

Post a Comment