Monday, February 20, 2023

পরিচিতি 


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
 সম্রাজ্ঞী রায় 

      'মা' মানেই  আবেগ, নাড়ির টান। সেই মায়ের মুখের ভাষা 'মাতৃভাষা '। কিন্তু মাতৃভাষার জন‍্য আত্মবলিদানের কথা ২১ ফেব্রুয়ারির আগে পৃথিবীর ইতিহাসে ছিল না। মাতৃভাষাকে ঘিরে আন্দোলনের পটভূমিটি ছিল আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশ।  
      ভারত স্বাধীন হওয়ার পরে ধর্মের ভিত্তিতে  গঠিত হয় পাকিস্তান- পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। মূলত  পশ্চিম পাকিস্তান  শাসন করতে থাকে সম্পূর্ণ পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের ভাষা উর্দু আর পূর্ব পাকিস্তানের বাংলা। সরকারি বেসরকারি সমস্ত কাজকর্মে চাপিয়ে দেওয়া হতে থাকে উর্দু ভাষাকে।বাংলা ভাষার মানুষ  ক্রমশ হতাশ হতে থাকেন। শুরু হয়  আন্দোলন। ক্রমে তা পরিণত হয় রাষ্ট্র বিপ্লবে।
        ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি  শাসকের বর্বর অত‍্যাচার ও গুলিতে নিহত হন অনেক  আন্দোলনকারী। তবুও বিপ্লব চলতে থাকে। ক্রমে বঙ্গবন্ধু মুজিবর রহমানের  নেতৃত্বে  স্বাধীন  রাষ্ট্র গঠিত হয়, নতুন নাম হয় বাংলাদেশ। তার মূল ভাষা হিসেবে প্রতিষ্ঠা পায় বাংলা ভাষা। তাই ২১শে ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশে ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়।
       ২০১০সালে রাষ্ট্রপুঞ্জের ৬৫ তম অধিবেশনে ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করা হয়।
    এর মাধ্যমে  বিশ্বের দরবারে আবারও বাঙালির দেশপ্রেম তথা মাতৃভাষার প্রতি প্রেম প্রতিষ্ঠিত হল।

 

No comments:

Post a Comment