প্রকাশ
ভাষা
সুনন্দ মন্ডল
অভিমান জমে থাকা বুকে রক্তাক্ত স্বপ্নরা ছুটে চলে শিরায় উপশিরায়। কিছু কথা গোপনে থেকে যাওয়ার মতই থেকে যায় অবিচ্ছেদ্য জীবনের দিন। কত রঙিন, কত আশার আসর বসেছিল হৃদয়ে, আজ তা বেরঙিন মুখাপেক্ষী কলমি লতার মত আঁকড়ে আছে। ভাষাহীন জীবনযাপনে মত্ত দুটি প্রাণ। নেই আগের মত চাঞ্চল্য আর উচ্ছলতা। অজস্র ভাষা বুকে আঁকড়ে এগিয়ে যাওয়া নৌকাটাও স্রোতের ভাষা জানে। কিন্তু আজ ভালোবাসার মানেটা বুঝতে যোজন পথ ব্যবধানের রহস্য ঘেরা বৃত্তে আটকে গেছি।
No comments:
Post a Comment