Saturday, March 4, 2023


 

দুয়ারে বসন্ত 

স্বপন কুমার দত্ত 


অবশেষে শীতের হয়েছে অন্ত,

দুয়ারে হাজির আজ বসন্ত।

ভোর থেকে সঙ্গিনীর খোঁজে,

কোকিল ডাকে বসে আমগাছে।


প্রকৃতি সেজেছে অপরূপ সাজে,

শিমূল, পলাশ, কৃষ্ণচূড়া রাজে।

প্রায় শেষ গাছের পাতা ঝরা,

নবপল্লবে ভরার কাজ হয়নি সারা।


সূর্যের চোখ রাঙানি হয়েছে শুরু,

গরমের ভয়ে বুক করছে দুরুদুরু।

তেষ্টায় প্রাণ করবে আইঢাই,

কোথা জল পাই, কোথা জল পাই।


ঋতু বদলের ফলে অসুখ ঘরে ঘরে,

পেট গড়বড়, সর্দিতে সদা নাক ঝরে।

ডাক্তারদের এখন খুশির মরসুম,

চেম্বারে চেম্বারে পড়ে গেছে ধুম।


বিয়ে বাড়ির গাড়ি ছুটছে সাঁ সাঁ,

দেবদাসদের বুক করছে খাঁ খাঁ।

নেমন্তন্ন পত্র পেলে আনন্দ ভীষণ,

খেয়ে আসার পর ওটা মনে হয় সমন।


এরপর আসছে আবার ফাগুয়া,

রঙ মেখে সাজতে হবে কাকতাড়ুয়া।

রঙ,বার্ণিশ শেষে নর্দমার জলে,

কিম্ভূতকিমাকার সাজ হবে মকটেলে।


একটাই সান্ত্বনা যদি মেলে মালপোয়া,

বাড়ি বাড়ি ঘুরে আবীর দেওয়া।

তেলের যা দাম, মালপোয়ার কিস্,

এবারে বোধহয় হয়ে যাবে মিস্।


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment