Saturday, March 11, 2023


 

আজকের নারী 

গৌতমেন্দু নন্দী


আর্থ সামাজিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে যে কোনও  নারীর ক্ষেত্রে তার স্বাভাবিক বিচরণের মানদণ্ড হল শিক্ষা এবং আর্থিক স্বনির্ভরতা। সেই শিক্ষা ও স্বনির্ভরতার পরিপন্থী-- সামাজিক অনুশাসনের শৃঙ্খলে নারীদের বেঁধে রাখা হয়েছিল যুগ যুগ ধরে।

পুরুষতান্ত্রিক ও অবৈজ্ঞানিক নিয়মের নিগড়ে বেঁধে আত্মনির্ভরতার পাঠ থেকে দীর্ঘদিন নারী-- সমাজকে বঞ্চিত ক'রে অশিক্ষা ও পরাধীনতার অন্ধকারে আটকে রাখা হয়েছিল। সেই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে  পুরুষের সঙ্গে সমান তালে পা মিলিয়ে আজ নারীরাও জলে,স্থলে ও অন্ত্যরীক্ষে সমান অধিকার নিয়ে নিজেদের মেলে ধরছে।

সৃষ্টির আদিতে "দশভূজা" রূপে নারী শক্তির আরাধনা করলেও সমাধিকারের ক্ষেত্রে নারীকে পুরুষের পেছনেই রাখা হয়েছে ভিত্তিহীন এই  পুরুষতান্ত্রিক বৈষম্যের ফলে  অবহেলিত নারীসমাজ সম অধিকার নিয়ে মাথা তুলে দাঁড়াতেপারেনি বহুদিন।

পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে আজকের নারীরা অনেক ক্ষেত্রে নিষেধের দেওয়াল ভেঙ্গে আত্মমর্যাদায় উপলব্ধ হয়ে স্বনির্ভরতার বোধে উন্নীত হয়ে আকাশ পথে বিমান যাত্রীদের দায়িত্ব  নিয়ে অনায়াসে "টেক অফ", " ল্যান্ডিং"এর পাঠ নিচ্ছে, সামিল হচ্ছে "দুর্গম গিরি কান্তার মরু" অভিযানে, পার হচ্ছে ইংলিশ চ্যানেল, আরোহন করছে বিশ্বব্যাংক, অর্থনীতির ক্ষমতার শিখরে। বিচরণ করছে লোকসভা, বিধানসভার করিডোর  অলিন্দে।

আজকের নারী পৌরহিত্যের  ক্ষেত্রে পুরুষতান্ত্রিকতার  অধিকার কেড়ে  নিয়েছে।  পুজো-আরাধনার সঙ্গে সংস্কৃতর  সহজবোধ্য বাংলা অনুবাদে বৈদিক মন্ত্র উচ্চারণ ক'রে পাত্র পাত্রীর বিবাহ কার্যাদিও তাঁরা সম্পন্ন করছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য "শুভমস্ত"র চারজন মহিলা সদস্যা যাঁরা মন্ত্রোচ্চারণ সংগীতের সমন্বয়ে, দুর্বোধ্য সংস্কৃত মন্ত্রের ট্র্যাডিশন ভেঙে বৈদিক মন্ত্রের সহজবোধ্য বাংলা অনুবাদ- উচ্চারণে এক নতুন দিশা দেখাচ্ছেন।  ভেঙে দিয়েছেন "মেয়েরা সম্প্রদানের সম্পত্তি" এই প্রচলিত সংস্কার।

কাঠফাটা রোদে পুড়ে,ঝড়--জলে ভিজে বিল্ডিং বা সেতু নির্মাণ কাজেও দক্ষতার সাথে "ঠিকাদার"এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে আজকের  নারী।  তবুও পথে-ঘাটে আজও মেয়েরা "ভোগপন্য"  হয়ে পুরুষদের লালসার শিকার হচ্ছেন।  আত্মরক্ষার পাঠ নিলেও শারীরিক প্রতিকূলতার  জন্য অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে।

অনেক সময় অধিকার আর স্বেচ্ছাচারিতার মধ্যে মাত্রাজ্ঞানের অভাবও "আজকের নারী"র বিপদ ডেকে আনছে।  আজকের নারীদের ক্ষমতা ও অধিকারের সামগ্রিক  চিত্র এখনও অন্ধকারাচ্ছন্ন। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা অনেক নারী আজও তাদের উপর পুরুষের নির্যাতনকে পুরুষের জন্মগত অধিকার বলেই মনে করে।

No comments:

Post a Comment