Thursday, May 2, 2024

  


মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১


দুটি পোকা

রাজর্ষি দত্ত


মাথার ভিতর দুটি পোকা নড়ে ;

বলে কয়ে নয়-আচমকাই, এরা তুচ্ছ নয়!

পড়ন্ত বেলার সোনালী মেঘ দেখে,

যে লাফ দিয়ে ওঠে ট্রেনের পাদানিতে...নিরুদ্দেশে... 

শুধু পোকা দুটি হঠাৎ নড়ে উঠেছে বলেই।

ছিটেল পোকার কামালেই একদিন বেকার ছেলেটি-

প্রেমিকার হাত ধরে বলেছিল –‘অনেক হয়েছে, চল পালাই-’ 

রাতজেগে আশ্চর্য নিটোল একটি গল্প লিখে, লোকটি, 

সকালেই কুটিকুটি করে ছিঁড়ে ফেলে-বুঝি পোকারই মর্জিতে!

গোঁয়ার পোকার কোন জাত-ধম্ম নেই,

তার বাস আবেগের শীর্ষে –বিতর্ক, ঈর্ষা বা উদারতায়।

বন্ধুর রক্তে রাঙা হাতখানি যার-তারও মাথায় ক্ষমতার পোকা।


তবু এদেরকে পুরোটাই মন্দ বলি কি করে?

ওরা আছে তাই আকাশে হয়নি বিভাজন,আজও অখণ্ডিত বাতাস,  

বিশ্বাস ও ভালবাসা জেগে থাকে অনন্ত রাত -বারোমাস।

পুরিয়া ধানেশ্রীর গমক বাজে বিকলাঙ্গ সময় শেষে-

শুধু ওদের ভরসায় চাঁদ নিশ্চিন্তে ঘুমায়, মেঘের পাশবালিশে।   


No comments:

Post a Comment