কিছু কথা বাবার জন্য
রথীন পার্থ মণ্ডল
চোখ খুলেই দেখি তুমি নেই। ভাবি কোথাও যেন তোমার গায়ের গন্ধটা হারিয়ে গেছে।এমনকি হারিয়ে গেছে বাবা ডাকটাও। যে ডাকের অপেক্ষায় থাকতে হয় হাজার বছর, হাজার জন্ম। তবুও সহজে মেটাতে পারা যায় না ডাকের তৃষ্ণা।
মেটাতে মেটাতে আজকাল ভুলেই যাই কতটা সহ্যশক্তি থাকলে বাবা হতে পারা যায়, বাবা হওয়া যায়। মান-অপমান, ঘাত-প্রতিঘাত পেরিয়ে জীবনের পথে হাইরোড ধরে এগিয়ে চলার নামই বাবা তা বারবার ভুলে যাই।
জানো বাবা, তোমার গায়ের গন্ধ খুঁজতে খুঁজতে আজও আমি খুঁজে পাই নিজেকে, নিজের অস্তিত্বকে, নিজের অবস্থান, যা পাবার জন্য লড়াই করতে হয় আজীবনকাল।
এ লড়াইয়ের জন্য সমস্ত শক্তিগুলো একত্রিত করতে করতেই জেতা হারার ফলাফল প্রকাশ হয়। প্রকাশ হয় পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি ক্ষেত্রে।
No comments:
Post a Comment