সোনালী দিনগুলো
রবিনা সরকার
হারিয়েছি সময়ের স্রোতে।
ব্লাকবোর্ড, ডাস্টার, চক, সেই দেওয়াল ঘড়ি,
ইচ্ছে হয় আবার ফিরে পেতে।
জোর করে পাঁচজন এক বেঞ্চে,
জানালার ফাঁকে বৃষ্টিতে চোখ রাখা।
শাসনের মাঝে গভীর স্নেহ,
শিক্ষক-শিক্ষিকাদের আমাদের সন্তানের চোখে দেখা।
টিফিন ভাগাভাগির সেইসব গল্পগুলো
রয়ে যাবে মনের চিলেকোঠায়।
ক্যান্টিন, স্কুলের মাঠ, দৌড়ের প্রতিযোগিতা
আজন্ম থেকে যাবে স্মৃতির খাতায়।
পেরিয়ে গিয়েছে সময়,
ধূলোতে মেখেছে পুরোনো বই,
হারিয়েছে বন্ধুরা, সঙ্গে
ফুরিয়েছে সোনালী সময়।
শেষপাতায় কাটাকুটি খেলা,
আরো কত নাম রয়ে গেছে,
বিদ্যালয়ের দেওয়ালগুলোই শুধু জানে,
কত স্মৃতি বহন করে আছে।
No comments:
Post a Comment