স্মৃতির স্মরণি
উমেশ শর্মা
বেলাকোবার অদূরে সারি আমগাছ কালীবাড়ি।
স্কুলের পথে ঢিল দিয়ে কাঁচা মিঠা আম পাড়ি।।
মিষ্টি৷ আম টক আম সিঁদুরে আম সব ছিল জানা।
গাছে উঠে পাড়তে তো কেউ করতো না মানা।।
ধুলো মাখা পথে গাছ ছায়াতে যেতাম রোজ দিন।
বর্ষার কাদা ঘেঁটে জামা প্যান্ট হয়ে যেত মলিন।।
শীতকালে একটু রোদ পেতে মনে জমে যেত রাগ।
বুড়ো বয়সে তবু সারি আম এখনো ভুলেনি অনুরাগ।।
No comments:
Post a Comment