Wednesday, October 2, 2024


 

মুনা 

অনলাইন শারদ (আশ্বিন) সংখ্যা ১৪৩১


সম্পাদকের কথা 

মাতৃপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুজনাই শারদ (সংখ্যা) আশ্বিন সংখ্যা ১৪৩১। তবে শারদীয়া সংখ্যা প্রকাশে প্রতি বছর যে উৎসাহ-উদ্দীপনা বোধ করি, এইবার তা প্রায় নেই বললেই চলে। কেননা এই বিপর্যস্ত-বিষণ্ণ সময়ে শুভবুদ্ধিসম্পন্ন কেউই কোনও কাজে উৎসাহ পাচ্ছেন না। আসলে ঘরের উমাকে হারিয়ে আমরা সবাই দিশেহারা। আমাদের বিভ্রান্তি আরও বাড়িয়েছে তার অকালপ্রয়াণের পরেও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে না পারা। আদালতের কূট তর্ক শেষে কবে যে তিলোত্তমা উমা বিচার পাবে  কেউই জানি না। শুধু আশায় রয়েছি উদগ্রীব হয়ে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গ ও মালদা জেলার কিছু অংশে প্রবল বন্যা আমাদের ব্যথিত করেছে। প্রাণহানি যেমন ঘটেছে তেমনি কঙ্কাল বেরিয়ে গেছে আমাদের সব অপরিকল্পিত ব্যবস্থাপনার। এসব থেকে মুক্তি কবে সেটাও কেউ জানি না। তবু প্রতি বছরের মতো এবারও দুর্গতিনাশিনীর কাছে সকলের মঙ্গল ও সমৃদ্ধি আমাদের একান্ত প্রার্থনা। পুজো হোক সুচারুভাবে। ভাল থাকুন সকলে।       


মুনা 

অনলাইন শারদ (আশ্বিন) সংখ্যা ১৪৩১



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা    

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়

 প্রচ্ছদ- তিথি পাল সরকার 


 মুনা 

অনলাইন শারদ (আশ্বিন) সংখ্যা ১৪৩১



সূচি

গদ্য- বেলা দে, গৌতমেন্দু নন্দী, শুভেন্দু নন্দী,  দেবযানী ভট্টাচার্য, অনিতা নাগ, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, জয়তী ব্যানার্জী,  জয়িতা সরকার, রীতা মোদক, পূর্বা দাস


প্রবন্ধ/ নিবন্ধ- পার্থ বন্দোপাধ্যায়, রাজর্ষি দত্ত, ঋতুপর্ণা ভট্টাচার্য, বটু কৃষ্ণ হালদার


গল্প- চিত্রা পাল, সোমনাথ ভট্টাচার্য, নিতাই দে,  মৌসুমী চৌধুরী, পর্ণা চক্রবর্তী, লীনা রায়, শর্মিষ্ঠা, পিনাকী, রুদ্র, পার্থসারথি মহাপাত্র, সম্রাট দাস


ভ্রমণ- সুতপা সোহহং 


কবিতা- দেবাশিস তেওয়ারি, রুদ্র সান্যাল, অভিজিৎ সেন, লিপিকর, সুবীর, অশোক কুমার ঠাকুর, অমিতাভ চক্রবর্তী, কেতকী বসু, মনোরঞ্জন ঘোষাল, মৃড়নাথ চক্রবর্তী, তন্ময় কবিরাজ, বাসব বন্দোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, উৎপলেন্দু পাল, প্রাণেশ পাল, দয়াময় পোদ্দার, নারায়ণ দত্ত, শ্রাবণী সেনগুপ্ত, অর্পিতা রায় আসোয়ার, রাজেশ প্রামানিক, প্রতিভা পাল, কুশল সাহা, রীনা মজুমদার, মনোমিতা চক্রবর্তী, অমৃত দেবনাথ, প্রতিভা বর্মন, তপন মাইতি, মনীষিতা নন্দী, চন্দ্রানী চৌধুরী, মুনমুন সরকার, বুল্বুল দে, রাজেশ প্রামানিক তপন বসাক, মিষ্টু সরকার, সৈকত দাম, পাঞ্চালী দে চক্রবর্তী, বর্ণক বসু, আকাশলীনা ঢোল, দুলিকা খারিয়া, রেজাউল করিম রোমেল, মজনু মিয়া, তুহিন কুমার চন্দ, আশীষ কুমার বিশ্বাস 


অঙ্কন-  বাবুল মল্লিক, রাকেশ বর্মন, সুকল্যাণ দে, চিত্রাক্ষী রায়, হৃদান সরকার, অলিপ্রভা পাটোয়ারী

No comments:

Post a Comment