Saturday, November 2, 2024


 

আশ্বিনের শেষ
 আশীষ  কুমার  বিশ্বাস
         
উমার বিদায় 
আশ্বিনের শেষের পর্যায়  
শীতের আগমন ঘটবে ।

থরে থরে শিউলি , মাটিতে পড়ে
গন্ধে  ভাসছে মন ।
এলো-মেলো সিঁধুর ছেঁটানো বিজয়া ।

ছোট্ট মেয়েটি মায়ের হাত ধরে
পুকুর পাড়ে , উমা ভাসছে ।
সাদা বক ভয় পেয়ে উড়ে যায়
কেউ যদি মেরে দেয় তাকে !

মায়ের অ-রন্ধন চলছে
"অভয়া " বিচার পায়নি ।
নীলকণ্ঠ পাখি কি , আবার ফিরবে
আগের মতো !

রক্তের নির্যাস নিয়ে শুয়ে আছে
কত  শিশু ও নারী  
 সুবিচারের আশায় !

নাটাগড়ের কথা মনে পড়ে
পুজো হয়নি যে বাড়িতে।

আবার আশ্বিন আসবে ।

No comments:

Post a Comment