Saturday, November 2, 2024


 

ক্রীড়নক

মাথুর দাস


মেরুদন্ড কবেই শিথিল, নমনীয়,

কমনীয় খেলাঘর ঘিলুর ঘোলায় ;

ধূসর বস্তুটি আজ সফেদ রমণীয়

বন্ধক রেখেছি তা রিপুর ঝোলায় ।


হয়ে গেলে কোনক্রমে মগজ ধোলাই

তুমি ক্রীড়নক, কারো হাতের পুতুল ;

অঙ্গুলিহেলনে থামে যে বোল-বোলাই,

তোমাকে নিমিত্ত রেখে ফায়দা উসুল ।


জীবন জীবিকা বা ক্ষুধা নিবারণে

এখন এমনই চালু সে রেয়ার্ আর্ট,

ইচ্ছেতে বদল হয় কারণ অকারণে

ধোলাই মগজের যে স্পেয়ার্ পার্ট ।


No comments:

Post a Comment