অরণ্যের ডাক
অমিতাভ চক্রবর্ত্তী
উত্তপ্ত শরতের সোনা রোদ্দুর,
মুচকি হাসে রুপালি চাঁদ।
সাদা মেঘের সারিতে অনিয়ন্ত্রিত শব্দ রাশি,
এলোমেলো চিন্তারা জমাট বাঁধে না..
হিমশৈল্য গলে যায় চটুল চিৎকারে,
নদীরা দিচ্ছে হাঁক বানভাসি হয়ে..
ফিরে আসুক সেই অরণ্যের ডাক।।
No comments:
Post a Comment