Friday, January 3, 2025


 

কবিতা 


বাসটি

রাজর্ষি দত্ত


বাসটি থামল স্টপেজে। আমিও নেমে,

দেখলাম ব্যাকলাইটের লাল রঙ ঘন কুয়াশায়

ফেঁপে উঠেই ফ্যাকাশে হয়ে গেল ধীরে ধীরে ;

তখন নীল ধুতরোর মত গভীর রাত।


সেখানে কোন মুখ পেলাম না অপেক্ষারত ।

বাসেও তেমন কেউ ছিল কি ?

তবু চেয়ে রইলাম অদৃশ্য যানটির দিকে-

যেখানে কিছুক্ষণ আগেই আমি ছিলাম।


পথ অতিক্রম করেই আসে গন্তব্য;

অথচ শেষ হয়নি জাড্যতার দিনলিপি !

চলন্ত বাসের ঝাঁকুনি, ঠাণ্ডা হাতল, সিটে রেক্সিনের –

গন্ধ – সুতীব্র আশ্লেষের কথা বলে তাই ।


গুটি গুটি পায়ে ঘিরে ফেলে কুয়াশা,

নির্বাক কোন ভাগ্যাহতকে !

সামনের দিকে চেয়ে যে চায় ডুবতে -

একটু বা আরেকটু অতীতের স্মৃতিতে।

No comments:

Post a Comment