অন্বেষণ
অর্পিতা রায় আসোয়ার
তখনও আলো ছিল, ছিল উত্তাপ ,
ছিল মৃদুমন্দ বাতাস;
হালকা বাতাসে মিষ্টি দোলায়
দুলছিল দুটো গোলাপ।
তখনও বিবর্ণ হয়নি
গোলাপদুটির পাপড়ি,
গাঢ় রক্তিম সুগন্ধে
আবিষ্ট করে রেখেছিল
পারিপার্শ্বকে।
কোনো এক কবি মোহিত হয়ে
উপভোগ করছিল
তাদের অমলিন সৌন্দর্য।
কিন্তু অকস্মাৎ মেঘের গর্জনে
তোলপাড় হয়ে নেমে আসে
প্রবল ঝড়।
ছিন্ন বিচ্ছিন্ন হয় গোলাপদুটির
মোহময়ী পাপড়িগুলি।
নুইয়ে পড়ে মাটিতে
তাদের কঙ্কালরূপ বৃন্ত।
বিমর্ষ কবি খোঁজে
ভিন্ন কোনো গোলাপ।
No comments:
Post a Comment