Sunday, June 1, 2025


 

স্বপ্নমাখা মায়ের কোল 

প্রাণেশ পাল 


তোমার বুকে আজ সন্ত্রাসবাদীর নগ্ন পদচারণ,
তোমার রক্তাক্ত শরীর জুড়ে
ধর্মান্ধ মানুষের আদিম উল্লাস !

তিমিরের নির্লিপ্ত স্তব্ধতা প্রান্তর জুড়ে,
ভালবাসার সীমান্ত জুড়ে প্রতিহিংসা, 
আগুনে পুড়ে যায় প্রতিবেশীর ছায়া শরীর, 
বিবর্ণ শূন্যতায় দুলছে ঘুমন্ত কাঁটাতার !

তোমার ভালবাসা ছুঁয়ে যায় আমার অক্ষর-বৃত্ত,
কবিতার পাতায় পাতায় লিখি 
তোমার অনাবিল সৌন্দর্য্যের মুগ্ধতা,
শ্বেতশুভ্র চাদর তোমার নগ্নতা ঢেকে দেয়,
সাগরের অফুরন্ত ভালবাসায় তুমি ভেসে যাও, 
তোমার হৃদয় জুড়ে গহীন অরণ্যের 
আলো আঁধারের মায়াবী ভালবাসা !
সবুজ প্রান্তর জুড়ে তোমার অপরূপ স্নিগ্ধতা
প্রকৃতি জুড়ে তোমার অপার রূপ মাধুর্য্য !

হৃদয়ের যাপনগন্ধী নিমগ্নতায়
সভ্যতার ক্যানভাস জুড়ে তোমায় আঁকি,
তোমার স্বপ্নে আমি অনন্ত রাত জাগি !
আমার জন্মভূমি,আমার মাতৃভূমি,আমার স্বদেশ,
তুমি আমার স্বপ্নমাখা মায়ের কোল !

No comments:

Post a Comment