Sunday, June 1, 2025



ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন..... 

গৌতমেন্দু নন্দী

এই শিরোনাম সম্পর্কিত নিবন্ধ যখন লেখা শুরু করতে যাচ্ছি তখন  আমার ঘরে দূরদর্শনে সম্প্রচারিত একটি সংবাদে শুনতে পাচ্ছি এই রাজ্যের এক ক্ষমতাশালী নেতা তাঁর জেলাতেই কর্মরত এক পুলিশ অফিসারকে ফোনালাপে "তুই তোকারি"সহ অশ্রাব্য গালি-গালাজ করে বলছেন ঐ অফিসারকে  নাকি তিনি কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবেন......। ক্ষমতার কী আস্ফালন! কী ঔদ্ধত্য!

      খবরের পরবর্তী দৃশ্যান্তর---- আন্দোলনরত  চাকরি হারানো যোগ্য শিক্ষক/শিক্ষিকাদের গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রশাসনের পুলিশি আক্রমণ .......।

        এইসব ধারাবাহিক অবাঞ্ছিত খন্ডচিত্র যে রাজ্যের বা যে দেশের সেই দেশের স্বাধীনতার বয়স  প্রায় আশি বছরের দোরগোড়ায়। ইংরেজ শাসনাধীন  থেকে মুক্ত হওয়াই কি "স্বাধীনতা" প্রাপ্তি? নাগরিক অধিকার থেকে বঞ্চিত হলেও কি সেই স্বাধীনতা রক্ষিত থাকে নাকি থাকবে?! 
    
আজ থেকে আটাত্তর বছর আগে স্বাধীনতা প্রাপ্তির জন্মলগ্নে মধ্যরাতের ভাষণে পন্ডিত নেহেরু উচ্চারণ করেছিলেন " স্বাধীনতা এবং ক্ষমতা দায়িত্ব অর্পণ করে...." ।  

সেদিন তিনি তাঁর ভাষণে নির্বাচন সর্বস্বতাকে অতিক্রম করে যে দর্শনের কথা বলেছিলেন তা হল গণতন্ত্রের মর্মস্থলে সার্বভৌমত্বের ধারণাটিকে প্রতিষ্ঠা করা।  গণতন্ত্রে এই সার্বভৌমত্বে জনসাধারণের ভূমিকা স্বীকৃত। এই নাগরিকদের অস্বীকার, উপেক্ষা  ক'রে রাষ্ট্রীয় শক্তির ক্ষমতাধররা, যাঁরা গণতান্ত্রিক 
পদ্ধতিতে নাগরিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্বাচিত হয়েছেন, তাঁরা অর্থাৎ শাসন যন্ত্রীরা সেই  গণতন্ত্রকে অস্বীকার করছেন। সার্বভৌমত্বকে তাঁরা  জনসাধারণের সক্রিয় ভূমিকার নিরিখে দেখেন না, দেখতে চান না। তারই প্রকাশ ঔদ্ধত্যের রাজনীতি।
       
নিরুঙ্কুশ আধিপত্যের ঔদ্ধত্যপূর্ণ আচরণে  "স্বাধীনতা"শব্দটি "সোনার পাথরের বাটি"তে পর্যবসিত হয়ে কোন্ স্বাধীনতার কথা বলে?

      " ভারত আমার ভারতবর্ষ" "স্বদেশ আমার স্বপ্ন"--- যে আশা নিয়ে রক্ত ঝরিয়ে স্বাধীনতার স্বপ্ন  দেখেছিলেন এবং দেখিয়েছিলেন আমাদের বরেণ্য দেশ নেতা গণ, সেই দেশ নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপেক্ষা করে, তাঁদের চিন্তা চেতনাকে শ্রদ্ধা না জানিয়ে মেকি দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের ঢাক-ঢোল পেটানো,ধর্মান্ধতার  অস্ত্রে মানবতাকে রক্তাক্ত করার নির্বাচন সর্বস্ব দেশটি আমার স্বপ্নের দেশ ভারতবর্ষ হোতে পারেনা, হিংসা--দ্বেষ- মত্ত পবিত্র ভূমি "স্বদেশ"এর  স্বপ্নভঙ্গ হয়ে সেই দেশ রূপান্তরিত হয়ে যায় "স্ব-দ্বেষ"- এ। 

      শাসনযন্ত্রীর নিষ্পেষণে জনসাধারণের স্বাধীনতা বারবার খর্বিত হতে থাকলে, তাঁদের ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত করা হোতে থাকলে, শাসক মদতপুষ্ট অপরাধীরা বারবার নির্দোষের ছাড়পত্র পেতে থাকলে, কিংবা ক্ষমতার ঔদ্ধত্যে "ধরা" কে "সরা" জ্ঞান করতে থাকলে সেই ভূমি, সেই দেশ তখন "স্বপ্নভঙ্গ" দেশের নামান্তর হয়ে যায়। 

       যে স্বদেশ আমার স্বপ্ন ভূমি, সেই স্বদেশের নাগরিকদের বৃহৎ অংশ স্বাধীনতা প্রাপ্তির এতো বছর বাদেও যদি শাসকের দৃষ্টিকোণ থেকে আক্ষরিক অর্থেই "প্রজা"র স্তরে নেমে যায়, সমর্থকের বিপ্রতীপে
অবস্থানের মাশুল যদি দিতে হয় শাসকের পক্ষপাতিত্বের শ্যেণ দৃষ্টির তীর্যক আক্রমণে, তখন  অন্তরের অন্তঃস্থল থেকে "ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন..." উচ্চারণ করলেও একটা  অব্যক্ত যন্ত্রণা কিন্তু থেকেই যায়।

No comments:

Post a Comment