জন্মান্তর
সুজয় সরকার
আজকাল আর আসি না,
ইচ্ছে হলেও হাসি
না যক্ষা হলেও রুমাল চাপি ,
শব্দ করে কাশি না |
আগ বাড়িয়ে ঘেসি না
অল্প নচেৎ বেশি না
ইচ্ছে হলে পানশালা যাই,
দু-এক পেগের বেশি না | যু
দ্ধ করি বুদ্ধ সেজে
দাঁত কপাটি দুবার মেজে
জন্মান্তর হেলায় হারাই ,
কাউকে ভালো বাসি না |
যখন ভাসি চোখের জলে
তখন লোকে পাগল বলে ,
তাই কারো শিউলি ঝরা
শরৎকালে কাশবন হয়ে আসি না....
No comments:
Post a Comment