বর্ষা
মজনু মিয়া
মেঘেরও আনাগোনা আজ
বর্ষারও আকাশে
এমনও সময়ে প্রিয়া
চাই যে তোমায় পাশে।।
ক্ষণে ক্ষণে মনে মনে
তোমাকেই ভেবে যাই
এমনও সময় যেনো
চাই আমি তোমায় চাই
তুমি ছাড়া প্রিয় ক্ষণে
দু চোখে জল আসে।।
চাঁদ যেমন আঁধার কে
দূরে দূরে রাখে
তুমি পাশে থাকলে আমার
দুঃখ দূরে থাকে
ভালোবাসায় ভরে হৃদয়
সুখে জীবন হাসে।।
No comments:
Post a Comment