Wednesday, July 2, 2025


 

কলঙ্ক কলঙ্ক খেলা

শ্যামল বিশ্বাস লামশ্যা
              

আলো যাচ্ছে অন্ধকার আসছে এটাই সন্ধ্যা
ধুলো উড়িয়ে বাড়ি ফিরে যাচ্ছে গাভীর দল
আকাশ ঢেকে পাখিরা ঘরে ফিরছে আনন্দে
নিত্য ক্লান্ত শ্রান্ত ফিরে যাই যে যার ঘরে।

#
ঘরের দেওয়ালে নরম পায়ে টিকটিকি ঘোরে
প্রতিদিনের দেখা সাক্ষাত প্রেম প্রেম ভাবি
নিশ্ছিদ্র অন্ধকারের আওতায় নগ্ন বসে আছে
কে জানতো বুড়ো ভাম যৌবন এত লম্বা হবে?

No comments:

Post a Comment