কবিতা
শেকড় হীন গাছ
অমিত আভা
একটি শুকনো পাতা উল্টে দেখেছিলাম
ওর ভেতরে ঘুমিয়ে আছে একটা নদী;
তারও ছিল তৃষ্ণা, ক্ষিধা ;
তারও ছিল বেঁচে থাকার আকাঙ্ক্ষা ;
সে হারিয়ে গেল দহনের কালো দাগে ।
হারিয়ে যাওয়ার আগে
আমি তার কাছে জানতে চেয়েছিলাম,
“শেকড়হীন গাছেরা কি বাঁচার স্বপ্ন দেখে ?”

No comments:
Post a Comment