কবিতা
ফল্গুধারার মতো
আকাশলীনা ঢোল
জীবনের স্রোতটা কেমন ফল্গু নদীর
মতো না?
মাটির বুকের মাঝে যেমন বন্দী
রয়ে যায় জলস্রোত,
মেঘের বুকে যেমন লুকিয়ে
থাকে বিজলীশিখা,
পাষাণ নির্মিত প্রাচীরের গোত্রে
যেমন বয়ে যায় অন্তঃসলিলা
প্রাণের প্রবাহ -
জীবনের স্রোতটাও কি তেমনই
ধারায় নয় বহমান?
এত হাসি, এত গান, এত আনন্দের
মাঝেও তো বুকের মধ্যে
জমাট বাঁধে তীব্রতর অভিমান,
বলতে না পারা কষ্টগুলো বয়ে
যেতে থাকে নিলয়-অলিন্দ দিয়ে -
কখনও বা দৃশ্যমান দু-এক ফোঁটা অশ্রুধারায়,
আবার কখনও ম্লান হাসিই তার
অস্তিত্বের পরিচায়ক।
ধরা দেয় না, তবু সেই ফল্গুধারা
বইতে থাকে শিরা থেকে শিরায়,
ধমনী থেকে ধমনীতে।

No comments:
Post a Comment